শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

‘অস্ত্রের ঝনঝনানি কমেনি পাহাড়ে’

রাঙামাটি প্রতিনিধি

পার্বত্য চুক্তির পরও পাহাড়ে সন্ত্রাসীদের অস্ত্রের ঝনঝনানি কমেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র (বাসক) নেতারা। তারা বলেন, ‘পার্বত্য চুক্তির পর পাহাড়ে শান্তির সুবাতাস বেশি দিন ছিল না। সশস্ত্র সন্ত্রাসীদের লাগামহীন খুন, গুম, অপহরণ, চাঁদাবাজির কারণে এখনো নিরাপত্তাহীন পাহাড়ে বসবাসরতরা। সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়নে আন্তরিক হলেও অবৈধ অস্ত্রধারীদের কারণে তা অগ্রসর হতে পারছে না’। এ সময় তারা দ্রুত পার্বত্য অঞ্চল থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। বাসক’র চেয়ারম্যান সাগরিকা ইসলামের সভাপতিত্বে গতকালের এ সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌরমেয়র আকবার হোসেন চৌধুরী। বক্তৃতা করেন, বাসক’র নির্বাহী পরিচালক কাজী মোহাম্মদ জালোয়ার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর আলম মুন্না ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কামাল বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর