শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ভেজাল বীজে দিশাহারা কৃষক

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙ্গায় সরকারি গমবীজ বপন করে বিপাকে পড়েছেন কৃষক। বীজ থেকে চারা না গজানোয় দিশাহারা গমচাষীরা। অনেকে ডিলারের কাছে টাকা ফেরত চাচ্ছেন। ডিলারের দোকানে প্রায় বন্ধ হয়ে গেছে এ বীজ বিক্রি। ভাঙ্গার কয়েকজন চাষী জানান, যারা সরকার নির্ধারিত ডিলারের কাছ থেকে গমবীজ কিনে বপন করেছেন তারাই এই সমস্যায় পড়েছেন। কৃষক মাহাবুব মিয়া বলেন, ‘সরকারি ডিলারের কাছ থেকে ২০ কেজি গম কিনে খেতে বুনেছিলাম। পনের আনা বীজ থেকে চারা গজায়নি’। কৃষক মহসিন মিয়া বলেন, ‘সরকারি ডিলার থেকে বিএডিসির ৬০ কেজি ‘বারি-২৬’ গমের বীজ কিনে বপন করেছি। শতকরা দুটি বীজ থেকেও চারা হয়নি’। ভাঙ্গা বাজারের ডিলার দুলাল হাওলাদার বলেন, ‘বিএডিসির গুদাম থেকে গত ১৪ নভেম্বর দুই লাখ ১৫ হাজার টাকার বীজ গম কিনেছি। যারা আমার কাছ থেকে বীজ কিনেছেন সবাই টাকা ফেরত নিতে এসেছেন। অনেকের টাকা ফেরত দিতে হয়েছে। কৃষকদের অভিযোগ এ বীজ থেকে চারা হচ্ছে না। আমি নিজেও পরীক্ষামূলক বীজ বুনেছি। শতকরা ৮০ ভাগ গজায়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর