শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

এক মামলা করে সাত মামলার আসামি!

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

জমি সংক্রান্ত বিরোধের জেরে নির্যাতনের শিকার হয়ে থানায় মামলা করেন দরিদ্র হারুন-অর-রশিদ। এর পর থেকে আসামিপক্ষ অভিযোগ তুলে নিতে হুমকি দিচ্ছে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন ‘মিথ্যা’ অভিযোগে একের পর এক সাতটি মামলা করা হয়েছে। গ্রেফতার আতঙ্কে এখন উল্টো পালিয়ে বেড়াচ্ছেন হারুন। ঘটনাটি বরগুনার পাথরঘাটা উপজেলার। হারুনের অভিযোগ, তার চাচা তোরাব আলী ও তার ছয় ছেলে মিলে তাদের জমি দখলে দীর্ঘদিন পাঁয়তারা করে আসছেন। ২০১৫ সালের ৬ মে চাচাতো ভাই আল আমিনের নেতৃত্বে ১০-১২ সন্ত্রাসী হারুন অর রশিদ ও তার বৃদ্ধা মা হাজেরা খাতুনকে কুপিয়ে পিটিয়ে জখম করে। বরিশাল মেডিকেলে চিকিৎসা শেষে বাড়ি ফিরে এ ঘটনায় আল আমিনসহ আটজনের বিরুদ্ধে পাথরঘাটা থানায় ওই বছরের ২২ মে মামলা করেন। ওই মামলা তুলে নিতে একের পর এক হুমকি দিতে থাকেন তারা। মামলা প্রত্যাহার না করায় তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টা, মানবপাচার ও নারী নির্যাতনসহ একে একে সাতটি মামলা দেন। হারুন বলেন, ‘মামলার ভয়ে তিনি এক রকম পালিয়ে বেড়াচ্ছেন’। পাথরঘাটা থানার ওসি খবীর আহমেদ জানান, মামলার বিষয়ে পুলিশ তদন্ত রিপোর্ট দিয়েছে।  এখন আদালতের বিচার্য বিষয়। হারুনের বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা হয়েছে কিনা খতিয়ে দেখা হবে।

সর্বশেষ খবর