শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ছাত্রলীগ-যুবলীগের ৩০ নেতা-কর্মীর বিরুদ্ধে পৃথক মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভা কার্যলয় ভাঙচুর-মেয়রকে লাঞ্ছিত এবং আওয়ামী লীগ নেতার ছেলেকে মারপিটের ঘটনায় উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের ৩০ নেতা-কর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে। বুধবার রাতে বেলকুচি পৌরসভার মেয়র ও সাবেক মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সমধর্মিণী আশানুর বিশ্বাস এবং বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন প্রামাণিক বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, পৌরসভায় হামলা, ভাঙচুর ও পৌর মেয়রকে লাঞ্ছিত করার ঘটনায় উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজাসহ ১৫ জনকে আসামি করে পৌরমেয়র আশানুর বিশ্বাস একটি মামলা করেছেন। অন্যদিকে, তুচ্ছ ঘটনাকে কেন্দ  করে এক সপ্তাহ আগে বেলকুচি কলেজের সাবেক ভিপি  মেয়র আশানুর বিশ্বাসের ছেলে আনিসুর রহমান মিঠু বিশ্বাস ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল মতিনের ছেলের সঙ্গে দ্বন্দ্ব ও মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা মতিন বাদী হয়ে সাবেক ভিপি মিঠুসহ ১৫ জনের নামে মামলা দায়ের করেছে।

সর্বশেষ খবর