শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

পাবনা-ঈশ্বরদী রেলপথে পরীক্ষামূলক ট্রেন চালু

পাবনা প্রতিনিধি

অবশেষে ঈশ্বরদীর মাঝগ্রাম জংশন থেকে পাবনা স্টেশন পর্যন্ত পরীক্ষামূলকভাবে ট্রেন চালুর মধ্যদিয়ে পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলছে। গতকাল সকালে সাড়ে ১০টায় মাঝগ্রাম স্টেশন থেকে পরীক্ষামূলক ট্রেনটি ছেড়ে বেলা সাড়ে ১১টায় পাবনা স্টেশনে পৌঁছায়। বেলা ১২টায় আবার পাবনা থেকে ট্রেনটি ঈশ্বরদীর উদ্দেশে ছেড়ে যায়। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, নতুন বছরের শুরুতেই এই রেলপথে পূর্ণাঙ্গ ট্রেন চলাচল শুরু করা সম্ভব হবে। পশ্চিমাঞ্চলীয় রেলওয়ে পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল বলেন, ‘এই রেলপথে পূর্ণাঙ্গভাবে ট্রেন চলাচল শুরু হলে অল্প সময়ে পাবনার সঙ্গে বিভাগীয় শহর রাজশাহীর যোগাযোগ সম্ভব হবে’। প্রসঙ্গত, ১৯১৪ সালে পদ্মা নদীতে হার্ডিঞ্জ ব্রিজ চালু হলে সেই সময়েই ঈশ্বরদী-পাবনা রেললাইন দাবি করেন পাবনাবাসী। ব্রিটিশ শাসকরা এ দাবি পূরণের প্রতিশ্রুতি দিলেও পরে আর বাস্তবায়ন হয়নি। ২০১৩ সালের ২ ফেব্রুয়ারি পাবনা এডওয়ার্ড কলেজমাঠে জনসভায় এই রেলপথ নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সর্বশেষ খবর