শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

এক পলক

চার বাড়িতে ডাকাতি

বুধবার রাতে সিলেট ও মাদারীপুরে দুই প্রবাসী এবং গাজীপুরের কালীগঞ্জে দুই বাড়িতে ডাকাতি হয়েছে। সিলেট : ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউপির জায়ফরপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বদরুল ইসলাম গজনবীর বাড়িতে ডাকাতি হয়েছে। মাদারীপুর : সদর উপজেলার গ্রিস প্রবাসী হাফিজুল মুন্সীর বাড়িতে ডাকাতি হয়েছে। গাজীপুর : কালীগঞ্জ উপজেলায় বুধবার রাতে দুই গ্রামে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা আড়াই লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেছে। প্রতিরোধ করতে গিয়ে ডাকাতদের অস্ত্রের আঘাতে এক গৃহকর্তা আহত হয়েছেন। আহত আলফাজ উদ্দিন খরাদীকে (৬৫) কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। —প্রতিদিন ডেস্ক

দুর্নীতির বিরুদ্ধে গণস্বাক্ষর

কিশোরগঞ্জের হোসেনপুরে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হয়েছে। হোসেনপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ইউএনও আবদুল্লাহ আল মামুন গতকাল এ গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম মজুমদার, উপজেলা প্রকৌশলী একেএম রকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জামাল উদ্দিন, সহ-সভাপতি ও উপজেলা প্রেস ক্লাব সভাপতি একেএম মোহাম্মদ আলী প্রমুখ। 

—হোসেনপুর প্রতিনিধি

মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুলাল ওরফে টেটা দুলাল (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত দুলাল ওরফে টেটা দুলাল তারাব পৌরসভার বরপা এলাকার    তৈয়ব আলী মিয়ার ছেলে।

—রূপগঞ্জ প্রতিনিধি

মতবিনিময়

আসন্ন জাতীয় নির্বাচনে চাঁদপুর-শাহরাস্তি-৫ আসনে আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জি. শফিকুর রহমান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে মতবিনিময় সভা হয়। সভায় শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনা কাজের মূল্যায়ন করেন। বিগত সময়ে আমি দলের স্বার্থে সব কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলাম। সাধারণ মানুষের পাশে ছিলাম, আগামীতেও থাকবো। জননেত্রী  যেই সিদ্ধান্ত নেবেন তা মেনেই কাজ করে যাবো। —চাঁদপুর প্রতিনিধি

সোনারগাঁয়ে বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

মহান বিজয় দিবস পালন উপলক্ষে সোনারগাঁ উপজেলার জনপ্রতিনিধি ফোরামের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা হয়েছে। স্থানীয় সংসদ সদস্যের কার্যালয়ে গতকাল এ সভা হয়। সোনারগাঁ জনপ্রতিনিধি ফোরামের সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আলম রূপম, পৌরমেয়র সাদেকুর রহমান, বারদী ইউনিয়নের চেয়ারম্যান ও ফোরামের সাধারণ সম্পাদক জহিরুল হক, কাঁচপুর ইউপি চেয়ারম্যান মোশারফ ওমর, পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ান মাসুদুর রহমান মাসুম, বৈদ্যের বাজার ইউপি চেয়ারম্যান ডা. আব্দুর রউফ, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ প্রমুখ। এছাড়া বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সাবেক ও বর্তমান ১৪৫ জন ইউপি সদস্য ও কমিশনাররা উপস্থিত ছিলেন।

—সোনারগাঁও প্রতিনিধি

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর