মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ নিহত ৬

প্রতিদিন ডেস্ক

রাজশাহীতে ট্রাক ও নাটোরে ট্যাঙ্কলরি চাপায় দুই স্কুলছাত্র নিহত হয়েছেন। এছাড়া কক্সবাজারের চকরিয়া, চুয়াডাঙ্গা ও নওগাঁয় সড়কে প্রাণ গেছে চারজনের। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— রাজশাহী : গোদাগাড়ী উপজেলায় ট্রাকচাপায় হাসিবুল ইসলাম (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার সুলতানগঞ্জ-ফরিদপুর এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। হাসিবুল উপজেলার সুলতানগঞ্জ গ্রামের আবদুল হাকিমের ছেলে ও সুলতানগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্র ছিলো। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ। নাটোর : বড়াইগ্রাম উপজেলার কয়েন এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে গতকাল ট্যাঙ্কলড়িচাপায় মৃত্যু হয়েছে আকাশ আহমেদ (১৪) নামে এক স্কুলছাত্রের। আকাশ দারিখৈড় গ্রামের ক্বারী মিয়ার ছেলে ও বড়াইগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুর রহমানের ভাতিজা। সে বনপাড়া সেন্ট যোসেফস উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়তো। চকরিয়া : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় গতকাল ভোরে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যান সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতরা হলেন— চট্টগ্রামের চান্দগাঁওয়ের ইদ্রিস আলির ছেলে আরমান (৩৮) ও মাইক্রোচালক চকরিয়ার বারেক হোসেনের ছেলে সাহেদুল ইসলাম (৩৫)। আহতরা চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন। দুর্ঘটনার সময় হতাহতরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে মাইক্রোবাসে করে ফিরছিলেন। চুয়াডাঙ্গা : সদর উপজেলার ভুলটিয়া গ্রামের কাছে মোটরসাইকেল দুর্ঘটনায় গতকাল রাশিদুল হাসান (২৮) নামে এক যুবক মারা গেছেন। রাশিদুল আলমডাঙ্গা উপজেলার পাঁচকমলাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। নওগাঁ : সাপাহারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে এর চালক নিহত হয়েছেন। নিহত মাসুদ রানা (২৮) উপজেলার রাইপুর গ্রামের আলাউদ্দীনের ছেলে। রবিবার দিবাগত রাতে দুর্ঘটনার সময় সাপাহার বাজার থেকে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন মাসুদ রানা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর