মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

একঘরে করার পর মুক্তিযোদ্ধা পরিবারকে গুমের হুমকি

বানিয়াচং প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচংয়ে মুক্তিযোদ্ধার বন্দোবস্ত পাওয়া ভূমির সরকারি লাল নিশান উপড়ে ফেলে পরিবারকে একঘরে করার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী মুক্তিযোদ্ধা আলতাব উদ্দিন এ ঘটনায় গ্রাম্য মাতবর ও প্রভাবশালীদের বিরুদ্ধে গত রবিবার থানায় জিডি ও ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছেন। প্রতিলিপি মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সেনাপ্রধান, আইজিপি, জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর পাঠানো হয়েছে। অভিযুক্ত মাতবর ও প্রভাবশালীরা মুক্তিযোদ্ধার পরিবারকে একঘরে করার কথা অস্বীকার করেন।

অভিযোগসূত্রে জানা যায়, ২০০০ সালে বানিয়াচং উপজেলার মজলিশপুর মৌজার দুটি দাগে ৬১ শতংশ খাস ভূমি মুক্তিযোদ্ধা আলতাব উদ্দিনের নামে বন্দোবস্ত দেয় সরকার। ১৭ বছরেও ভূমির দখল না পাওয়ায় তিনি গত ২৩ আগস্ট মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বরাবর আবেদন করলে দখল বুঝিয়ে দিতে জেলা প্রশাসককে বলা হয়। জেলা প্রশাসকের নির্দেশে ৩ ডিসেম্বর বানিয়াচংয়ের এসিল্যান্ড সার্ভেয়ারসহ পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নিয়ে ওই ভূমির চারদিকে লাল নিশান পুঁতে দখল বুঝিয়ে দেন। তারা স্থান ত্যাগ করার পরই স্থানীয় মাতব্বর ও প্রভাবশালীদের নির্দেশে শতাধিক লোক লাল নিশান উপড়ে ফেলে মুক্তিযোদ্ধাকে ভূমির দখলে যেতে নিষেধ করে। পরদিন আলতাব উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দাত্বিপ্রাপ্ত কমান্ডার ইউএনও সন্দীপ কুমার সিংহকে ঘটনা জানালে তিনি ইউপি চেয়ারম্যানসহ দুই বিশিষ্ট ব্যক্তিকে দায়িত্ব দেন মাতব্বরদের সঙ্গে বসে আপসরফা করার। তারা কয়েকবার বৈঠক করেও সমঝোতায় পৌঁছতে পারেননি। উল্টো মাতব্বররা সভা ডেকে মুক্তিযোদ্ধা ও তার পরিবারকে একঘরে রাখার সিদ্ধান্ত নেয়। এ ঘটনা ইউএনওকে জানালে তিনি পুনরায় চেয়ারম্যানকে ব্যবস্থা নিতে বলেন। চেয়ারম্যান আবারও মাতব্বরদের নিয়ে বৈঠক করলেও সমস্যা আরো বৃদ্ধি পায়। প্রতিদিন রাতে মুক্তিযোদ্ধার ঘরের চালে ইট-পাথর ছুড়ে তাকে ও পরিবারকে এলাকা ছেড়ে যাওয়ার জন্য শাসায়। অন্যথায় গুম-খুনের হুমকি দেয়।

সর্বশেষ খবর