মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

শহীদ পাঁচ ভাইয়ের পরিবারের স্বীকৃতি মেলেনি

পাবনা প্রতিনিধি

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে হানাদার বাহিনীর হাতে নির্মমতার শিকার হন পাবনা শহরের সাধুপাড়ার পাঁচ ভাই। একই পরিবারের পাঁচ সদস্য দেশের তরে প্রাণ দিলেও দীর্ঘ ৪৬ বছরেও তাদের নামের আগে জুটেনি শহীদের স্বীকৃতি। এমনকি এই শহীদ পরিবারের সদস্যরা এখন মানবেতর জীবনযাপন করছেন। জানা যায়, ৭১’ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন পাবনা শহরের সাধুপাড়ার বিশিষ্ট শিক্ষাবিদ মোতাহার হোসেনের পাঁচ ছেলে ও এক জামাতা। তারা হলেন— ক্যাপ্টেন মোজাম্মেল হোসেন, মোশারোফ হোসেন রঞ্জু, মোস্তাক হোসেন অঞ্জু, মোকাররম হোসেন মুকুল, মনসুর হোসেন মঞ্জু ও তাদের ভগ্নিপতি ইউসুফ আলী। পাঁচ শহীদের জীবিত দুই ভাই এখন বেকার দিন কাটাচ্ছেন। তাদের বোন মকবুলা মঞ্জুর শোভা বলেন, ‘স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও একুশে ফেব্রুয়ারি এলে অনেকেই সান্ত্বনা দেয়, নানা সহায়তার কথা বলে। পর দিনই সবাই তা ভুলে যায়। সারা বছর কেউ কোনো খোঁজ পর্যন্ত রাখে না’।

সর্বশেষ খবর