মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

শিক্ষার্থী খুনিদের শাস্তি দাবি ছাত্র ইউনিয়নের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে সহপাঠীর ব্যাটের আঘাতে স্কুলছাত্র আবির রবি দাস নিহত প্রতিবাদে ও খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল শাখার উদ্যোগে গতকাল সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধনে আবিরের সহপাঠীসহ এলাকাবাসী অংশ নেন।

দীপংকর কুণ্ডুর সভাপতিত্বে বক্তৃতা করেন অ্যাড. একে আজাদ, শম্পা দাস, জোত্স্না বেগম প্রমুখ। বক্তারা অবিলম্বে হত্যাকারীর গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। উল্লেখ্য, গত শুক্রবার নগরীর একে স্কুলমাঠে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে ওই স্কুলের জেএসসি পরীক্ষার্থী আবির রবি দাসের মাথায় ব্যাট দিয়ে আঘাত করে সহপাঠী মিরাজ। শেরেবাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ভোরে মারা যায় আবির। এ ঘটনায় আবিরের বাবা জয় রবি দাস মিরাজসহ চারজনের নামে মামলা করেন। প্রধান আসামিকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সর্বশেষ খবর