মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
দিনাজপুর বিএনপি

১৬ মাসেও হয়নি পূর্ণাঙ্গ কমিটি

দিনাজপুর প্রতিনিধি

প্রায় ১৬ মাস আগে দিনাজপুর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হলেও আজও হয়নি পূর্ণাঙ্গ কমিটি। এ নিয়ে ক্ষোভ বাড়ছে তৃণমূল নেতা-কর্মীর মধ্যে। অনেকটাই ঝিমিয়ে পড়েছে এ জেলায় দলীয় কার্যক্রম।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান উজ্জল জানান, দিনাজপুরে বিএনপির ১৩টি থানা ও ৯টি পৌরসভা মিলে ২২টি ইউনিট রয়েছে। জেলা আহ্বায়ক কমিটি গঠনের পর সদরসহ নয়টি ইউনিটের সম্মেলনসহ কমিটি গঠন করা হয়েছে। বাকিগুলো প্রক্রিয়াধীন।

জানা যায়, গত বছরের ২৯ আগস্ট দিনাজপুর জেলা বিএনপির ১২৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে দেয় কেন্দ্র। আহ্বায়ক কমিটি গঠনের পরই দলে শুরু হয় গ্রুপিং-লবিং। পরে দীর্ঘদিন পার হয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন তো দূরের কথা এখন পর্যন্ত সব উপজেলার কাউন্সিলও সম্পন্ন হয়নি। বার বার তারিখ নির্ধারণ হলেও পিছিয়ে যাচ্ছে।

সর্বশেষ খবর