শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

১০ মাসে ৪৩ কেজি সোনা ও ২ কোটি হুন্ডির টাকা জব্দ

চোরাচালানের নিরাপদ রুট বেনাপোল

বকুল মাহবুব, বেনাপোল

চোরাচালানের ‘নিরাপদ রুট’ হিসেবে ব্যবহার হচ্ছে যশোরের বেনাপোল সীমান্ত। প্রতিনিয়ত অবৈধ ও পাসপোর্ট যাত্রীর মাধ্যমে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকার সোনা এই রুট দিয়ে ভারতে পাচার করছে এক চক্রটি। সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি জোরদার করেও বন্ধ করা যাচ্ছে না চোরাচালান। সেই সঙ্গে হুন্ডির মাধ্যমে পাচার হচ্ছে কোটি কোটি টাকা ও বিদেশি মুদ্রা। যার কিছু অংশ মাঝেমধ্যে আটক করলেও সিংহভাগ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে যাচ্ছে ভারতে। বিজিবি ও কাস্টমসের সূত্রমতে, গত ১০ মাসে বেনাপোল সীমান্ত থেকে প্রায় ৪৩ কেজি সোনা ও পৌনে ২ কোটি হুন্ডির টাকা জব্দ করা হয়েছে। এই সময়ে আটক হয়েছেন ৩৬ জন। সর্বশেষ ৮ ডিসেম্বর ইমরান হোসেন ও বিল্লাল হোসেন নামে দুজনকে ৪ কেজি ২৮০ গ্রাম ওজনের ২৬ পিস সোনার বিস্কুটসহ বেনাপোল চোটআচড়া মোড় থেকে আটক করে বিজিবি। একটি সূত্র জানায়, ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় ৪৩ কেজি সোনা আটক হলেও থেমে নেই ভারতে সোনা পাচার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে ঢাকা থেকে চারবার হাতবদল হয়ে সোনা যায় ভারতে। প্রথমত ঢাকা থেকে ট্রেন বা বাসে একটি গ্রুপ সোনা নিয়ে বেনাপোলে আসে। পরিবহন কাউন্টার অথবা তাদের নির্ধারিত স্থানে সোনার চালানটি হাতবদল হয়ে যায় স্থানীয় এজেন্টের কাছে। এজেন্টের বহনকারীরা সোনার চালানটি নিয়ে চলে যায় গাতীপাড়া, দৌলতপুর, পুটখালী, ঘিবা সীমান্তে। সেখান থেকে হাতবদল হয় শুধু সীমান্ত পার করে ভারতীয় এজেন্টের হাতে পৌঁছানো পর্যন্ত। বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার আবদুস সাদেক বলেন, ‘বিভিন্ন গোয়েন্দা সূত্রে খবর পেয়ে আমরা সোনাসহ পাচারকারীদের আটক করি। পাশাপাশি আমাদের গোয়েন্দারা সর্বদা সজাগ দৃষ্টি রাখেন। যাতে চোরাকারবারিরা সোনা ও ডলার নিয়ে দেশের বাইরে যেতে না পারে।’ যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, ভারতে সোনার চাহিদা বেশি থাকায় আন্তর্জাতিক পাচারকারী চক্রের সদস্যরা এখন ভারতে পাচার করছে। তিনি বলেন, বিভিন্ন দেশ থেকে বিমানপথে সোনা আসার পর শুল্ক কর্মকর্তাদের নজর এড়িয়ে বেশকিছু চালান দেশের ভিতরে প্রবেশ করে। পরে বিভিন্ন সীমান্তের বৈধ-অবৈধ পথে নানাভাবে তা পাচার হয়ে যাচ্ছে ভারতে।

সর্বশেষ খবর