শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

প্রতিবেদন দাখিলের জন্য ঘুষ চান ওসি

আইজিপির কাছে এক নারীর অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

আইনি সহায়তা চেয়ে ব্যর্থ হয়ে মহাপুলিশ পরিদর্শকের (আইজিপি) কাছে শ্রীপুর থানার ওসির বিরুদ্ধে অভিযোগ করেছেন এক নারী। অভিযোগ আমলে নিয়ে গাজীপুরের পুলিশ সুপারকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আইজিপি। অভিযোগকারী নারী শ্রীপুর মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা গ্রামের মাহাবুব আলম খাঁনের মেয়ে উম্মে মারিয়া মায়া। অভিযোগ সূত্রে জানা যায়, মায়ার বাড়ি যাতায়াতের রাস্তা বন্ধ করে গত জুলাই মাসে তার চাচাতো ভাই রিপন সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা করেন। এলাকাবাসী ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা নিষেধ করলে তিনি শুনেননি। পরে শ্রীপুর থানায় মামলা করতে গেলে ওসি অভিযোগ নিতে অপারগতা প্রকাশ এবং ওই নারীর সঙ্গে দুর্ব্যবহার করেন। উপায়ন্তর না দেখে তিনি রাস্তা বন্ধের বিষয়ে গাজীপুর আদালতে মামলা করেন। আদালত অভিযোগ তদন্ত করে শ্রীপুর থানা পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। কিন্তু প্রতিবেদন দেওয়ার জন্য ওসি ঘুষ দাবি করেন। ঘুষ না দেওয়ায় গত ২২ অক্টোবর রাতে বাড়িতে ঢুকে তার মাসহ স্বজনদের গ্রেফতার করে থানায় নিয়ে এসে মারধর করে এবং মিথ্যা মামলায় জড়িয়ে ক্রস ফায়ারের হুমকি দেয়। পরে আদালতে পাঠালে সেখান থেকে তারা জামিনে ছাড়া পান। অভিযুক্ত শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান বলেন, ‘আমার বিরুদ্ধে করা অভিযোগ সঠিক নয়। যাদের গ্রেফতার করা হয়েছিল তাদের বিরুদ্ধে মামলা থাকায় আদালতে পাঠানো হয়েছে’।  

 

সর্বশেষ খবর