শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

গরিবের দুম্বার মাংস বিত্তবানদের পেটে

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে গরিবের মধ্যে বিতরণের জন্য সৌদি থেকে আসা দুম্বার মাংস উপজেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিরা ভাগাভাগি করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ফলে বৃহস্পতিবার রাতে বিতরণ করা কোনো মাংসই প্রকৃত গরিব-দুস্থ’র ঘরে পৌঁছেনি। জেলার সরকারি শিশু পরিবারের এতিমদেরও দেওয়া হয়নি মাংস। এতে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। সদর উপজেলা সদরে গতকাল বিষয়টি পরিণত হয় ‘টক অব দ্য টাউনে’। মাদারীপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোবিন্দ চন্দ্র জানান, গরিব, দুস্থ ও এতিম পরিবারের জন্য সৌদ আরব থেকে ১০ কেজি পরিমাণ প্যাকেটে মাদারীপুর সদরে ১০১, কালকিনিতে ১০৬, রাজৈরে ৬৫ ও শিবচর উপজেলার জন্য ১৩০ কার্টন দুম্বার মাংস পাঠানো হয়। ইউএনও ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা এগুলো এতিমখানা, মাদ্রাসা ও গরিবদের মধ্যে বিতরণ করেন। সরকারি কোনো কর্মচারী বা কর্মকর্তা এ মাংস নেওয়ার কথা নয়। কেউ নিয়ে থাকলে অন্যায় হয়েছে। সরকারি শিশু পরিবার (বালক) সহকারী তত্ত্বাবধায়ক হাবিবুর রহমান বলেন, ‘প্রতি বছর এই এতিমখানার ১০০ এতিমদের জন্য কিছু দুম্বার মাংস দেওয়া হয়। এ বছর আমাদের কিছু জানানো হয়নি। কাদের মাংস দেওয়া হয়েছে তাও জানি না।’ জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম বলেন, ‘যতটুকু মাংস বরাদ্দ হয়েছে তা উপজেলায় বৃহস্পতিবার বিকালের মধ্যেই পাঠানো হয়েছিল। তারা কিভাবে বিতরণ করেছে আমার জানা নেই। কেউ অনিয়ম করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’ সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর থেকে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে বরাদ্ধকৃত ৪০২ কার্টুন দুম্বার মাংস চার উপজেলায় পাঠানো হয়। প্রত্যেক ইউএনও ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ মাংস গ্রহণ করেন। তাদের বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করার কথা। কিন্তু বিভিন্ন ইউপির জনপ্রতিনিধি, স্থানীয় নেতাকর্মী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ভাগ বাটোয়ারা করে নিয়েছেন। মাংস দেওয়া হয়নি শিশু পরিবারে এমনকি শহরের কোনো এতিমখানা বা মাদ্রাসায়।

সর্বশেষ খবর