শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

গরু-মহিষের বিচরণে শত শত বিঘার ফসল নষ্ট

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তে চোরাকারবারীদের ভারতীয় গরু, মহিষের অবাধ বিচরণে শত শত বিঘা জমির ফসল নষ্ট হচ্ছে। জানা যায়, চলতি বছর বন্যায় ওই এলাকার কৃষকের আমন আবাদ ব্যাহত হওয়ায় সেই ক্ষতি পুষিয়ে নিতে বেশিরভাগ জমিতে সরিষার চাষ করেন। চোরাই পথে ভারত থেকে গরু আনা অব্যাহত থাকায় প্রতিরাতে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে চাষিদের। চোরাকারবারীরা সীমান্ত পার করে শত শত গরু-মহিষ কৃষকের ফসলের মাঠের উপর দিয়ে দেশের অভ্যন্তরে আনছে। গুরু-মহিষের পায়ে পিষ্ট হচ্ছে কষ্টের ফসল। ক্ষতিগ্রস্ত কৃষক এমদাদুল, শাহিন, ফারুকসহ কয়েকজন জানান, এ এলাকার শত শত কৃষক ক্ষতির সন্মুখীন হয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার নুরুল আমিন বলেন, ‘আমরা বিজিবি সংখ্যায় অনেক কম। চোরাকারবারীদের কবল থেকে ফসল রক্ষার জন্য সব সময় কৃষকের সহযোগিতা চেয়েছি। কিন্তু কৃষক আমাদের সহযোগিতা না করে উল্টো দুষছেন। কৃষকের সহযোগিতা পেলে প্রয়োজনে আমরা চোরাকারবারীকে গুলি করে হত্যা করব। একটি পাখিও ভারত থেকে আসতে দেব না’। স্থানীয় পাতাড়ী ইউপি চেয়ারম্যান মুকুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে কৃষকের সঙ্গে একাত্বতা পোষণ করেন। এ সময় তিনি চোরাকারবারীদের কবল থেকে কৃষকদের ফসল রক্ষায় সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ চান।

সর্বশেষ খবর