শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র শিশুসহ নিহত ৭

প্রতিদিন ডেস্ক

লালমনিরহাট, টাঙ্গাইল, গোপালগঞ্জ, নওগাঁ, মাদারীপুর ও হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র, দুই শিশুসহ সাতজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ও গতকাল এ দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর— লালমনিরহাট : হাতীবান্ধা উপজেলার খানেরবাজার এলাকায় গতকাল ট্রাকের ধাক্কায় জাহিদ হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। জাদিহ হাতীবান্ধার গড্ডিমারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও গড্ডিমারী এলাকার মোবারক আলীর ছেলে। দুর্ঘটনার সময় সে স্থানীয় বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। টাঙ্গাইল : জেলার নাগরপুরে পৃথক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইল-আরিচা সড়কের নলসন্ধ্যা ও গুগোলহাট এলাকায় পিকআপ ভ্যান চাপায় এবং সিএনজিচালিত অটোরিকশা খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলার নলসন্ধ্যা গ্রামের আকবর খানের মেয়ে আফসানা আক্তার (৫) ও মানিকগঞ্জের দৌলতপুর থানার চরকাটারি গ্রামের আব্দুল রশীদের ছেলে যুবরাজ (৮)। গোপালগঞ্জ : কাশিয়ানীতে মাটিভর্তি ট্রলির ধাক্কায় হাদিল শরীফ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত শরীফ কাশিয়ানী উপজেলার ছোট বাহিরবাগ গ্রামের বাসিন্দা। নওগাঁ : নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার বেইলিব্রিজ নামক স্থানে বৃহস্পতিবার সন্ধ্যায় বাসচাপায় রুহুল আমিন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মাদারীপুর : জেলার শিবচরে নসিমনচাপায় বন্যা আক্তার নামে এক তরুণী মারা গেছে। শুক্রবার  সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বন্যা আক্তার রাজারচর মৌলভীকান্দি এলাকার মালেক বেপারীর মেয়ে।

হবিগঞ্জ :  হবিগঞ্জের বাহুবল উপজেলা মীরপুর-শ্রীমঙ্গল সড়কের কামাইছড়া এলাকায় সিএনজিচালিত অটো রিকশা-ট্রাকের সংঘর্ষে এক অজ্ঞাত নারী নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ খবর