শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

লক্ষ্মীপুরে মঞ্চায়ন হলো ‘দহল’

লক্ষ্মীপুর প্রতিনিধি

জঙ্গিবাদ দমন ও যু্ব সমাজের অবক্ষয় রোধে জনগণকে উদ্বুদ্ধ করতে লক্ষ্মীপুর টাউন হলে মঞ্চস্থ হলো নতুন নাটক ‘দহল’। অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠানের রচনা ও নির্দেশনায় লক্ষ্মীপুর থিয়েটারের ৩৩তম প্রযোজনাভিত্তিক নাটকটি মঞ্চায়ন হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। জেলা নাট্যাঙ্গনে দীর্ঘদিন পর মঞ্চনাটক প্রদর্শনীতে ব্যাপক সাড়া জাগিয়েছে সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন পেশার মানুষের মনে। প্রতিপাদ্য ছিল ‘নাটক হোক জীবন যুদ্ধের হাতিয়ার, নাটক হোক জীবনের প্রকাশিত সত্য’।

বর্তমান প্রেক্ষাপটের আলোকে নাটকটি মঞ্চায়নের মাধ্যমে জঙ্গিবাদের শেষ পরিণতি তুলে ধরা হয়েছে। অভিনয় করেন শাওন হোসেন, মাছুম জুলকার নাইন, ফাহমিদা আক্তার প্রমি, সায়মা মোহসিনা, রাশেদুল ইসলাম লিয়ন, রিয়াদ হোসেন, ফয়সাল হোসেন বাদশা, আব্দুর রহমান বাপ্পী। সংগীত ও পোশাক ডিজাইনে ছিলেন সহকারী নির্দেশক মাহতাব উদ্দিন আরজু ও রাফি আক্তার রেশমা। সেট নির্মাণে শান্তন দাস ও আলোক পরিকল্পনায় ছিলেন ডালিম কুমার দাস টিটু।

 

সর্বশেষ খবর