শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ভাটায় যাচ্ছে মেঘনাপাড়ের মাটি, বেড়েছে ভাঙন

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

কমলনগরের মেঘনাপাড়ের মাটি কেটে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করছে। প্রতিদিন সকাল-সন্ধ্যা নিয়ম করে কাটা হচ্ছে মাটি। এতে নদীভাঙন বেড়ে হুমকির মুখে রয়েছে বিস্তীর্ণ এলাকা। ক্ষতির মুখে পড়তে পারে নবনির্মিত মেঘনার তীররক্ষা বাঁধও। এমন পরিস্থিতিতে এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়েছে ক্ষোভ।

কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়নের নবীগঞ্জ এলাকায় গিয়ে দেখা যায়, প্রায় অর্ধশত শ্রমিক নদীর তীর ঘেঁষে মাটি কেটে ১০/১২টি ট্রাক্টরে করে নিয়ে যাচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, কমলনগর ও লক্ষ্মীপুর সদর উপজেলার কয়েকটি ইটভাটার মালিক দালালের মাধ্যমে স্থানীয় জমি মালিকদের প্রলুব্ধ করছে। নদী ভাঙনে জমি ধসে যাবে বলে আতঙ্ক ছড়িয়ে নামমাত্র টাকায় নদীর তীরের মাটি নিয়ে যাচ্ছে তারা। এলাকাবাসীর অভিযোগ, কমলনগর নদীভাঙন কবলিত এলাকা। নদীর তীরে একদিকে চলছে বাঁধের কাজ; অন্যদিকে তীর কেটে মাটি নিচ্ছে ভাটায়। এ কারণে বসতভিটা, জমি ও তীর রক্ষাবাঁধ ভাঙনের আশঙ্কায় রয়েছে। কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন সরোয়ার বলেন, ‘মাটি কাটার সত্যতা পেয়ে তা বন্ধ ও জড়িতদের সতর্ক করা হয়েছে। নদীর তীর থেকে আর কেউ যাতে মাটি কেটে ভাটায় না নিতে পারে সে ব্যাপারে নজরদারি রয়েছে।

 

সর্বশেষ খবর