শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
সমাবেশে বক্তারা

পুঁজিবাদের দাপটে গ্রাম-শহরে বৈষম্য

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বৃহস্পতিবার অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদযাপন উপলক্ষে সমাবেশে বক্তারা বলেন, মানবমুক্তির একমাত্র পথ সমাজতন্ত্র। ১০০ বছর আগে রুশ বিপ্লবের মধ্য দিয়ে তা বাস্তবে প্রয়োগ হয়েছিল। রুশ বিপ্লবের অনুপ্রেরণা নিয়েই বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তারই ফল হিসাবে বাহাত্তরের সংবিধানের চার মূলনীতিতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। আজ দেশের অর্থনীতিতে পুঁজিবাদের দাপট। ফলে দেশের নিয়ন্ত্রণ চলে গেছে লুটেরাদের হাতে। এতে সৃষ্ট হচ্ছে গ্রাম-শহরের মধ্যে ব্যাপক বৈষম্য। উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হচ্ছে জনগণ।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মহান অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদযাপন উপলক্ষে সমাবেশ ও লাল পতাকা মিছিলে বের করে ওয়ার্কার্স পার্টি। উপজেলার আমতলী বাজারে অনুষ্ঠিত সমাবেশে দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে বক্তৃতা করেন অ্যাড. আকছির এম চৌধুরী, সঞ্জয় রায় পোদ্দার, অপূর্ব দেব, আলী আকাশ, মো. রেজাউল ইসলাম, রায় মোহন চৌধুরী প্রমুখ।

 

সর্বশেষ খবর