শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

শেরপুরে শিক্ষার্থী ঝরে পড়া রোধে ডপস

শেরপুর প্রতিনিধি

শেরপুরে শিক্ষার্থী ঝরেপড়া রোধে ডপস (শিক্ষার্থী উন্নয়ন সংস্থা) নামে একটি সংগঠন স্বেচ্ছাশ্রমে কাজ করছে। জানা গেছে, প্রায় ১১ বছর আগে মো. শাহিন মিয়ার স্বেচ্ছাশ্রমে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডপস’ জেলা সদর, ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলার প্রত্যন্ত এলাকায় হতদরিদ্র শিক্ষার্থী ঝরে পড়া রোধে কাজ করে আসছে। এই সংগঠনের উপকারভোগী ১৩ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১১ শিক্ষার্থী পড়াশোনা করছে। শেরপুর, ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন কলেজে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ২২ শিক্ষার্থী এইচএসসিতে প্রথম ও দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। এসব শিক্ষার্থীর মধ্যে বাল্যবিয়ের হাত থেকে বেঁচে যাওয়া কিশোরী, গার্মেন্টে যোগ দেওয়া শ্রমিক, দিনমজুরসহ বিভিন্ন পেশায় কর্মরত ছেলে ও মেয়েদের শিক্ষাজীবনে ফিরিয়ে এনেছে এ সংগঠন। সংগঠনটি জেলার বিভিন্ন স্কুলমাঠে শিক্ষার্থীদের নিয়ে ‘ঝরে পড়া রোধ ও শিক্ষার গুণগত মানোন্নয়নে’ বৈঠক করছে। শাহিন মিয়া জানান, সংগঠনটি সরকারি, বেসরকারি সহযোগিতা পেলে এর কার্যক্রম আরও গতিশীল করা যেতো।

 

সর্বশেষ খবর