শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

১৪৪ ধারা ভেঙে প্রাচীর নির্মাণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

আদালতের নিষেধাজ্ঞা (১৪৪ ধারা) ভঙ্গ করে বিরোধীয় জমিতে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা গ্রামের কৃষক কামাল উদ্দিন গংদের পৈত্রিক জমিতে গতকাল এ ঘটনা ঘটে।

কামাল জানান, রাজধানীর উত্তরার ব্যবসায়ী নজরুল ইসলাম প্রায় দুই যুগ আগে তার বাবাবর কাছ থেকে ২৩ বিঘা জমি কেনেন। সম্প্রতি নজরুল ক্রয়কৃত জমির সীমানা নির্ধারন না করে তাদের (কামাল গং) পারিবারিক কবরস্থান ও চলাচলের রাস্তাসহ ২৫ বিঘা জমির সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করেন। দুই বিঘা জমি ছেড়ে দিয়ে ক্রয়কৃত ২৩ বিঘায় প্রাচীর নির্মাণ করতে বলেন তিনি। এ নির্দেশ না মানায় ১৩ ডিসেম্বর গাজীপুর আদালতে মামলা করেন। আদালত জয়দেবপুর থানা পুলিশের মাধ্যমে বিরোধপূর্ণ জমিতে শান্তিশৃঙ্খলা বজার রাখার জন্য ১৪৪ ধারা জারি করেন। শুক্রবার আদালতের নির্দেশ অমান্য করে নজরুল ওই জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করতে যান। নজরুল ইসলামের প্লটের ম্যানেজার মোজাম্মেল হক বলেন, ‘আমাদের জায়গায় সীমানা প্রাচীর নির্মাণ করছি। কারো জমি দখল করিনি’। পুলিশ জানায়, কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর