শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

মহেশপুর পুলিশের বিরুদ্ধে অর্থ-বাণিজ্যের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন অবৈধ পন্থা অবলম্বন করে অর্থবাণিজ্যের অভিযোগ উঠেছে।

জেলার সীমান্তবর্তী উপজেলা মহেশপুর। এখানে দাগি আসামি, মাদক, অস্ত্র ও চোরাচালানিদের অবাধ বিচরণ। পুলিশের গোপন প্রতিবেদনে ৩০টি মাদক স্পট, চোরাচালানি ও দাগী আসামিদের কাছ থেকে থানার ওসি মাসে বিপুল পরিমাণ অর্থ নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এ কারণে সন্ত্রাসবিরোধী কার্যক্রম সফল হচ্ছে না বলে অনেকের অভিমত।

জানা গেছে, সম্প্রতি মহেশপুর উপজেলার শামীম আশরাফ নামে স্থানীয় এক সাংবাদিককে বিনা কারণে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। ওই সাংবাদিক  ওসির বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন। এসব ব্যাপারে মহেশপুর থানার ওসি কবির হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ জেনেছেন পত্রিকায় লিখতে পারেন। তাতে আমার কোনো যায় আসে না।

সর্বশেষ খবর