শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

এক পলক

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে (৬৮) রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। শুক্রবার সকালে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অব অনার ও জানাযার নামাজ আদায় শেষে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ নবগ্রাম নিজ গ্রামের সামাজিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ইউএনও আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, ফজলুল করিম মাস্টার প্রমুখ। —রূপগঞ্জ প্রতিনিধি

টঙ্গীতে গোডাউনে অগ্নিকাণ্ড

টঙ্গীর মিলগেইট এলাকায় তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি গোডাউন পুড়ে যায়। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়ন স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, ওই এলাকার এক তুলার গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা অন্যান্য গোডাউনে  ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিন ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাত্ক্ষনিক ক্ষতির পরিমাণ জানা যায় নি। —টঙ্গী প্রতিনিধি

বুড়িচংয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান কারাগারে

কুমিল্লার বুড়িচং থানা পুলিশ উপজেলা সদর থেকে  তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বুড়িচং উপজেলা ভাইস চেয়ারম্যান এবং জামায়াতে ইসলামীর নেতা সাইফুল ইসলামকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। শুক্রবার বিকালে পুলিশ সাইফুল ইসলামকে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

বুড়িচং থানার ওসি মনোজ কুমার দে জানান, শুক্রবার উপজেলা সদরের আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এলাকা থেকে উপজেলা ভাইস চেয়ারম্যানকে গ্রেফতার করে পুলিশ।

—কুমিল্লা প্রতিনিধি

সিরাজগঞ্জে ঘুড়ি উৎসব

সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ে বর্ণাঢ্য আয়োজনে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ঘুড়ি প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ-টু-আই প্রকল্পের মহাপরিচালক কবির বিন আনোয়ার।  উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সভাপতি শাহজাহান মিদাবেনু, আমাদের সিরাজগঞ্জ ফেইসবুক পেজের এডমিন রেজওয়ান রাজু, মামুন বিশ্বাস, তানিম তুর্য্য প্রমুখ।

—সিরাজগঞ্জ প্রতিনিধি

ফেনী মডেল হাই স্কুলের ৯০ বছর পূর্তি

ফেনী মডেল হাই স্কুলের ৯০ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়েছে। সকালে এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। পরে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর শিকদার, অতরিক্তি সচবি সফিউদ্দিন আহম্মদ, ফেনী সদর উপজেলার চেয়ারম্যান আবদুর রহমান, পৌরমেয়র আলাউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক রফিকুর রহমান ভূঞা।

—ফেনী প্রতিনিধি

ক্রীড়া প্রতিযোগিতা

গোপালগঞ্জে ৪৭ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুক্রবার শেষ হয়েছে। গোপালগঞ্জ সদরের উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে সদর উপজেলা পর্যায়ে দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ শাম্মী আক্তার। ৬টি ইভেন্টে সদর উপজেলার ৫০ টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়।

—গোপালগঞ্জ প্রতিনিধি

রূপগঞ্জে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্রেস্ট, নগদ অর্থ, সার্টিফিকেট বিতরণের মাধ্যমে পাঁচ শতাধিক মেধাবী ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে ইক্বরা কিন্ডার গার্টেন স্কুলের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ২০১৭ শিক্ষাবর্ষের ফলাফল প্রকাশ উপলক্ষে ভুলতা এলাকায় এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইক্বরা কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, স্কুলের উপদেষ্টা মাওলানা ফজলুল করিম, সেলিম মোল্লা, আলহাজ শরীফ মোল্লা, আবুল বাশার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক আলেয়া বেগম, রোকসানা আক্তার ময়না, সালমা আক্তার, হালিমা আক্তার, মনোয়ারা বেগম, ইসমাইল মিয়া, মাহামুদুল হাসান প্রমুখ।

—রূপগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর