শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ময়লা ফেলে খাল দখলের চেষ্টা

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি উপজেলার স্থানীয় গৌরীপুরের গোমতী ও কালা ডুমুর নদীর মোহনায় সংযোগ খালে ময়লা ফেলে ভরাট করে দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, গৌরীপুর বাজারসহ হারচান্দিনা, লক্ষ্মীপুর, চান্দেরচর, চররামপুর, চরচারিপাড়াসহ আশপাশের বিশটি গ্রামের পানি প্রবাহের এক মাত্র মাধ্যম এই খাল। অথচ এ খালে ময়লা ফেলার কারণে এলাকায় জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যের আশঙ্কা দেখা দিয়েছে। কালা ডুমুরিয়া নদীর মোহনার এ খালটিতে মায়লা ফেলার কারণে বাজারে অবস্থিত তিনটি উচ্চ বিদ্যালয়, তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আটটি কিন্ডার গার্টেনের কয়েক হাজার ছাত্র-ছাত্রী মুখে রুমাল দিয়ে যাতায়াত করে। জানা যায়, জনৈক আওয়ামী লীগ নেতা বেশকিছু জায়গা দখল ছাড়াও বাকি খালে ময়লা ফেলে বিক্রির চেষ্টা করছেন। তার বিরুদ্ধে উচ্ছেদ মামলা হয়েছে। গৌরীপুর বাজার কমিটির সাবেক সভাপতি জিয়ারকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাজী আলী আশরাফ, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পারুল আক্তার, গৌরীপুর ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ আবুল হাশেম সরকার, জিংলাতলী ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন মোল্লা খালটি ভরাট বন্ধ করে স্থাপনা               উচ্ছেদ করে পুনঃখনন করে স্বাস্থ্যকর পরিবেশে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কাছে দাবি করেন।

সর্বশেষ খবর