শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

এলাকা ছাড়া বিধবার পরিবার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী এলাকায় মমতাজ বেগম নামে এক বিধবার জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। শুধু দখলই নয়, জমিতে থাকা বিভিন্ন প্রজাতির কয়েকশ গাছ কেটে নেওয়া হয়েছে। এখন অসহায় মমতাজ ও তার দুই মেয়েকে প্রাণনাশের হুমকি দিচ্ছে দখলদাররা। ফলে প্রাণভয়ে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে বিধবার পরিবারটি। বিষয়টি নিয়ে মমতাজ বিভিন্ন স্থানে অভিযোগ দিলেও প্রতিকার পাননি। এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব সদরদী গ্রামের কৃষক সিরাজ খান ২০০৪ সালে সড়ক দুর্ঘটনায় মারা যান। সিরাজের মৃত্যুর পর তার স্ত্রী মমতাজ দুই মেয়েকে নিয়ে মানবেতর দিন যাপন করছেন। স্বামীর রেখে জমি চাষাবাদ করে কোনোরকম চলছিল সংসার। দুই মেয়ের বিয়ের পর মমতাজ বাড়িতে একাই থাকতেন। এরই মধ্যে তার দেবর নিজাম খান ভাই সিরাজ খানের জমি দখলে নিয়ে চাষাবাদ শুরু করেন। শুধু তাই নয়, সিরাজের নামে দলিলকৃত জমিও নিজাম নিজ নামে রেকর্ড করেছেন। মমতাজ বলেন, ‘আমার স্বামীর মৃত্যুর পর জমির সব দলিলপত্র ছিল নিজাম খানের কাছে। বিভিন্ন সময় সেগুলো দিতে বললে তিনি নানা টালবাহানা করতেন। নিজাম আমার স্বামীর জায়গা-জমি দখল করে নিয়েছে। অভিযুক্ত নিজাম খান বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করছি’।

সর্বশেষ খবর