গাজীপুরে সরকারি বিনামূল্যের বই পেতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে টাকা আদায়ের ঘটনার তদন্তের জন্য গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বই বিতরণের আগেই গাজীপুর সিটি করপোরেশনের প্রতি ওয়ার্ডে প্রতিনিধি নিয়োগ করে সরকারি বিনামূল্যের বইয়ের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এতে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন মহলে অসন্তোষ দেখা দিয়েছে। জানা গেছে, টাকা না দেওয়ায় গাজীপুর শহরের জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গুদাম থেকে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি বই দেওয়া হয়নি। এতে বই না পেয়ে ক্ষুব্ধ বঞ্চিতরা বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ করেছেন। জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর জানান, ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) খন্দকার ইয়াসির আরেফীনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে গাজীপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আনন্দময় ভৌমিক সাংবাদিকদের জানান, বইয়ের জন্য টাকা আদায়ের বিষয়টি জানা নেই। তবে বৃহস্পতিবার দুপুরে গুদাম থেকে শিক্ষকদের বই বিতরণকালে হট্টোগোল হয়েছে। যারা বই পায়নি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর তাদের তাত্ক্ষণিক বই দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। এখনও যারা পায়নি রবিবার তাদের বই দেওয়া হবে।