শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

বিসিএস পরীক্ষায় ২২ হাজার পরীক্ষার্থীর অংশগ্রহণ

ময়মনসিংহ

ময়মনসিংহ প্রতিনিধি

বিভাগে উন্নীত হওয়ার পর শিক্ষা নগরী ময়মনসিংহে প্রথমবারের মতো বিসিএস প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ২২ হাজার ৬৬৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর ১৯ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরকারি কর্ম কমিশনের সদস্য মো. শাহজাহান আলী মোল্লা নগরীর বিভিন্ন কেন্দ  পরিদর্শন করে পরীক্ষার সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় তিনি স্থানীয় সাংবাদিকদের বলেন, আগে এ বিপুল সংখ্যক পরীক্ষার্থীকে অংশগ্রহণের জন্য ঢাকায় যেতে হতো। ময়মনসিংহে পিএসসির আঞ্চলিক কেন্দ  প্রতিষ্ঠার মাধ্যমে এবং বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে পরীক্ষার্থীদের অর্থ, শ্রম ও সময়ের সাশ্রয় হয়েছে।

তিনি বলেন, ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠানের মধ্য দিয়ে ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। এ সময় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর