রবিবার, ৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আজও বিচার পায়নি ফেলানীর পরিবার

কুড়িগ্রাম প্রতিনিধি

আজও বিচার পায়নি  ফেলানীর পরিবার

কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক সবচেয়ে আলোচিত ফেলানী হত্যাকাণ্ডের সাত বছর পূর্ণ হলো আজ। এত দিনেও মেয়ে হত্যার ন্যায়বিচারের আশায় হাল ছাড়েননি তার বাবা-মা। সরকার ও মানবাধিকার সংস্থার সহায়তায় বিচার পেতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ফেলানীর বাবা নুরুল ইসলাম।

২০১১ সালের ওই দিনে ফুলবাড়ী উপজেলার উত্তর অনন্তপুর সীমান্তে ৯৪৭ নম্বর আন্তর্জাতিক পিলারের পাশ দিয়ে মই বেয়ে কাঁটাতার ডিঙিয়ে বাবার সঙ্গে বাংলাদেশে প্রবেশের সময় টহলরত চৌধুরীহাট ক্যাম্পের বিএসএফ সদস্য অমিয় ঘোষ তাকে গুলি করে হত্যা করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর