রবিবার, ৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

জনগণের স্বার্থরক্ষা করেই বনভূমি সংরক্ষণ করা হবে : জ্যাকব

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জনগণের স্বার্থরক্ষা করেই বনভূমি সংরক্ষণ করা হবে : জ্যাকব

টাঙ্গাইলের সখীপুরে এক অনুষ্ঠানে উপমন্ত্রী জ্যাকবকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়

পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, জনগণের স্বার্থরক্ষা করেই বন বিভাগ সংরক্ষণ করা হবে। দীর্ঘদিন ধরেই সখীপুরে মানুষের সঙ্গে এখানকার বনভূমি’র একটি বিরোধ চলছে। প্রায় চার বছর পর আজকে এই বিষয়টি আমাকে অবহিত করা হলো। বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে। শনিবার বিকালে টাঙ্গাইলের সখীপুরে ‘শওকত মোমেন শাহজাহান স্মৃতি সংসদ ও গবেষণা পরিষদ আয়োজিত’ স্থানীয় সৃষ্টিসংঘ মাঠে স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় এম ও গনির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন, স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, উপজেলা চেয়ারম্যান শওকত শিকদার, ইউএনও মৌসুমী সরকার রাখী, উপজেলা আ.লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, পৌরমেয়র আবু হানিফ আজাদ, অধ্যক্ষ রেনুবর রহমান, জুলফিকার হায়দার কামাল লেবু প্রমুখ।

সর্বশেষ খবর