শিরোনাম
মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

দুই দিনে সাত জেলে অপহরণ

শরণখোলা প্রতিনিধি

বাগেরহাটের পূর্ব সুন্দরবনে গত দুই দিনে সাত জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। এ সময় তারা প্রায় ৩ লাখ টাকার মাছ লুট করে। চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কাঁকড়ামারি ও তাম্বলবুনিয়া এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। এর আগে রবিবার ভোরে আড়ুয়াবয়া এলাকা থেকে আরও দুই জেলেকে অপহরণ করে দস্যুরা। অপহৃতদের মধ্যে, আশরাফুল, মনির, ইসরাফিল, সুমন আকন ও সেলিম ফকিরের নাম জানা গেছে। জানা গেছে, মত্স্য আহরণ করে ফেরার পথে বনের কাঁকড়ামারি ও তাম্বলবুনিয়া এলাকায় পৌঁছলে বনদস্যু ছোট্ট বাহিনীর লোকজন জেলেদের নৌকায় হানা দেয়। পরে তারা জেলেদের মারধর করে প্রায় ৩ লাখ টাকার মাছ লুট করে। পাঁচ জেলেকে অপহরণ করে। কোস্টগার্ড মোংলা পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ জানান, জেলে অপহরণের খবর পেয়ে সুন্দরবনে অভিযান শুরু হয়েছে।

সর্বশেষ খবর