শিরোনাম
মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

পেরেক ঠুকে টাঙানো হচ্ছে ব্যানার-ফেস্টুন, মরছে গাছ

দিনাজপুর প্রতিনিধি


পেরেক ঠুকে টাঙানো হচ্ছে

ব্যানার-ফেস্টুন, মরছে গাছ

গাছে পেরেক ঠুকে টাঙানো হয়েছে ব্যানার —বাংলাদেশ প্রতিদিন

চিরিরবন্দরে মহাসড়ক ও সড়কের পাশের গাছে গাছে পেরেক ঠুকে টাঙানো হচ্ছে বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের ছবিসংবলিত ব্যানার-ফেস্টুন। এতে গাছগুলো ঝুঁকির মধ্যে রয়েছে। মারা যাচ্ছে অনেক গাছ। হারিয়ে যাচ্ছে স্বাভাবিক সৌন্দর্য্য। চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর, আলোকডিহি, বেকিপুল, ভূষিরবন্দর, বিন্যাকুড়ি, ঘণ্টাঘর, অকড়াবাড়ি, বাংলাবাজার, আখতারের বাজার, ঘুঘুরাতলী, বেলতলী, কারেন্টহাট, আমতলীবাজারসহ বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায় গাছে গাছে ঝুলছে ফেস্টুন। এর অধিকাংশই পেরেক দিয়ে আটকানো। তেঁতুলিয়া গ্রামের প্রণয় কুমার ও নশরতপুরের ওবায়দুর রহমান, ছাবেরউদ্দিন জানান, নির্বিচারে পেরেক লাগানোর কারণে সড়কের অনেক গাছ মরে গেছে। স্থানীয় শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘পেরেকে ক্ষতবিক্ষত স্থান থেকে গাছের রস, আঠা বা আঠাজাতীয় পদার্থ নিঃসরণ হয়। ইছামতি ডিগ্রি কলেজের জীববিদ্যা অনুষদের প্রভাষক আতাউর রহমান বলেন, ‘পেরেক লাগানোর কারণে গাছের গায়ে ছিদ্র হয়। তা দিয়ে পানি ও এর সঙ্গে বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাক ও অণুজীব প্রবেশ করে। ফলে গাছের ওই স্থানে পচন ধরে খাদ্য ও পানি শোষণ প্রক্রিয়া ব্যাহত হয়। এক সময় গাছটি মারা যেতে পারে’।

 

সর্বশেষ খবর