শিরোনাম
মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বার বার তারিখ হয় সম্মেলন হয় না

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বার বার তারিখ হয় সম্মেলন হয় না

বার বার ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের সম্মেলনের তারিখ পেছানো হচ্ছে। আশায় আশায় নেতা-কর্মীরা বছর পার করলেও সম্মেলন আর হয়নি। ২০১৩ সালে এক বছর মেয়াদী জেলা ছাত্রলীগের কমিটি হয়েছিলো। এরপর আরও সাড়ে তিন বছর পার হলেও সম্মেলনের দেখা পাননি নেতা-কর্মীরা। জানা যায়, ২০১৭ সালে সম্মেলন নিয়ে তোড়জোর হয়। ওই বছরই তিন দফা তারিখ হয় সম্মেলনের। প্রথমে ১১ জুলাই, এরপর ১৬ সেপ্টেম্বর ও সর্বশেষ ২১ অক্টোবর। এখন অনিশ্চয়তায় পড়েছে সম্মেলন। হতাশা দেখা দিয়েছে জেলা ছাত্রলীগে। সর্বশেষ তারিখ পেছানোর কারণ হিসেবে বলা হয়েছিলো কেন্দ্রীয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথি থাকবেন। তিনি যেদিন সময় দেবেন সেদিনই জেলা ছাত্রলীগের সম্মেলন হবে বলে জানিয়েছেলেন স্থানীয় একাধিক দায়িত্বশীল নেতা। সম্মেলন নিয়ে অনিশ্চয়তা থাকলেও পছন্দের পদ পেতে তৎপর নেতা-কর্মীরা। জানা যায়, ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি মাসুম বিল্লাহকে সভাপতি ও রাসেল মিয়াকে সাধারণ সম্পাদক করে ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের ২৮ সদস্যের কমিটি গঠন করা হয়। এক বছর মেয়াদী এই কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে সময় নেয় আরও দুই বছর। এই কমিটি দিয়েই গত সাড়ে চার বছরেরও বেশি সময় ধরে চলছে সাংগঠনিক কর্মকাণ্ড। সম্মেলন অনুষ্ঠানের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে দুই দফা তারিখ নির্ধারণ করে চিঠি পাঠালেও সম্মেলন করতে পারেনি জেলার মেয়াদোত্তীর্ণ কমিটি। তৃতীয়বারে মতো ২১ অক্টোবর সম্মেলন অনুষ্ঠানের জন্য চিঠি দেয় কেন্দ্র। এই সময়ের মধ্যে জেলা ছাত্রলীগ নতুন করে জেলার আর কোথাও কমিটি দিতে পারবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়। সম্মেলনের নতুন তারিখ নির্ধারণের পর চাঙা হয়ে উঠেছিল জেলার বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। সম্মেলন আবার অনিশ্চয়তায় পড়ায় হতাশার পাশাপাশি তাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। জানা গেছে, আগামী সম্মেলনে পদপ্রত্যাশী বেশকজন ছাত্রত্ব হারিয়েছেন বহু আগে। কারো কারো বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা।

সর্বশেষ খবর