মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

নেতা-কর্মী খুনের প্রতিবাদে নতুন কর্মসূচি ইউপিডিএফের

খাগড়াড়ি প্রতিনিধি

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’র সংগঠক মিঠুন চাকমাসহ নেতা-কর্মী হত্যাকারীদের গ্রেফতার ও পার্বত্য চট্টগ্রামের বিদ্যমান পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করা হয়েছে। ইউপিডিএফের উদ্যোগে গতকাল জেলা শহরের স্বণির্ভর এলাকায় সংগঠনটির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় সদস্য নতুন কুমার চাকমা।

তিনি বলেন, মিঠুন চাকমা হত্যার পাঁচ দিন পার হলেও প্রশাসন এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। এই হত্যার জন্য ‘ইউপিডিএফ-গণতান্ত্রিক’কে দায়ী করে তিনি বলেন, মিঠুন চাকমা ছাড়াও ৫ ডিসেম্বর রাঙামাটির বেতছড়িতে সাবেক ইউপি সদস্য অনাদি রঞ্জন চাকমা এবং ১৬ ডিসেম্বর বন্দুকভাঙ্গায় ইউপিডিএফ সংগঠক অনিল বিকাশ চাকমা খুনেও তারা জড়িত। প্রেস ব্রিফিং থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।

এতে রয়েছে ৯ জানুয়ারি খাগড়াছড়ির আট উপজেলায় বিক্ষোভ, ১১ ও ১৪ জানুয়ারি বিক্ষোভ, স্মরণসভা ও প্রদীপ প্রজ্বলন, ১৭ জানুয়ারি রাঙামাটি ও বান্দরবানে সংহতি সমাবেশ, ১৯ জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে সংহতি সমাবেশ।

সর্বশেষ খবর