মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ইটভাটায় হুমকিতে পরিবেশ

কালিয়াকৈর প্রতিনিধি

আইন অমান্য করে গাজীপুরের কালিয়াকৈরে ঘনবসতিপূর্ণ এলাকা, কৃষি জমি ও নদীর তীরে গড়ে উঠেছে ইটভাটা। উপজেলায় ৪০টি ইটভাটা স্থাপন করা হয়েছে। এসব ইটভাটা ফসলি জমি, স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসা, বাড়ির সীমানা, নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে। ভাটাগুলোতে ইট তৈরির প্রধান উপাদান মাটি আবাদি জমির উপরি অংশ থেকে সংগ্রহ করা হচ্ছে। এ কারণে দিন দিন কৃষি জমি উর্বরতা হারাচ্ছে। এছাড়া অধিকাংশ ইটভাটার সামনে স্তূপ করে রাখা হয়েছে জ্বালানি কাঠ। নিষিদ্ধ হলেও ইটভাটায় অবাধেই এসব কাঠ পোড়ানো হচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। মানুষ চর্মরোগ, শ্বাসকষ্ট ও হাঁপানিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। ইটভাটা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম জানান, প্রতিটি ইটভাটায় পরিবেশের কাগজ আছে। আমরা আইন মেনেই ইট তৈরি করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম খান জানান, ২০১৩ আইন অনুযায়ী দুই ফসলি কৃষি জমিতে ইটভাটা স্থাপন নিষিদ্ধ। বিষয়টি খতিয়ে দেখা দরকার। জেলা পরিবেশ অধিদপ্তর উপ-পরিচালক মো. আব্দুল সালাম সরকার জানান, যেসব ইটভাটা আইন অমান্য করে পরিচালিত হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর