মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

যুবলীগ নেতার মামলায় তিন ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

শিবগঞ্জ উপজেলায় যুবলীগ নেতার চাঁদাবাজির মামলায় ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারররা হলো- মোকামতলা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মারুফ মণ্ডল, যুগ্ম আহ্বায়ক সাকিরুল ইসলাম ও সদস্য জাকিরুল ইসলাম। গত ১২ জানুয়ারি রায়নগর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও আন্ত:জেলা ট্রাক পরিবহন শ্রমিক সমিতির সভাপতি আবদুল হাই শিবগঞ্জ থানায় মামলাটি করেন। মামলা সূত্রে জানা যায়, গত ৮ জানুয়ারি মারুফ তার লোকজন নিয়ে মোকামতলা বন্দরের শ্রমিক অফিসে গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। না পেয়ে তারা ১১ জানুয়ারি রাতে আবদুল হাইকে মারধর ও অফিস ভাঙচুর করে। স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করেন। শিবগঞ্জ থানার ওসি বলেন, শ্রমিক নেতার দায়ের করা মামলায় ওই তিন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। বগুড়া ছাত্রলীগ সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস বলেন, অভিযোগ প্রমাণিত হলে মারুফের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ খবর