বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

তিন জেলায় ৯ জনের ফাঁসি

হত্যা মামলার রায়

প্রতিদিন ডেস্ক

হত্যা মামলায় আদালত পৃথক পৃথক রায়ে গতকাল কুমিল্লা, হবিগঞ্জ ও মৌলভীবাজারে মোট ৯ জনকে ফাঁসির আদেশ দিয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর— কুমিল্লা : ১০০ টাকা চুরির সন্দেহে কুমিল্লার চৌদ্দগ্রামে দুই সহোদর ভাইকে শ্বাসরোধে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক নূর নাহার বেগম শিউলী এ আদেশ দেন।  মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার হেসিয়ারা গ্রামের আবুল হাসেমের ছেলে শেখ ফরিদ (২৮)। চৌদ্দগ্রামের বিজয়পুরের রাজার মার দীঘির পাহারাদার ছিলেন আসামি শেখ ফরিদ। নিহতদের বাবা ছেরু মিয়া শেখ ফরিদের সঙ্গে পাহারাদারের কাজ করতেন। হবিগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জে কৃষক হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীনের আদালত এ রায় দেয়। আসামিরা সবাই পলাতক। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামের মর্তুজ মিয়া, ফয়ছল মিয়া, ফজলু মিয়া, ময়নুল মিয়া, শিফা বেগম, সুন্দর মিয়া ও বশির মিয়া। মামলায় ২২ জন সাক্ষির মধ্যে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেওয়া হয়েছে। মৌলভীবাজার : মৌলভীবাজারে তীর ছুড়ে হত্যায় প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। অভিযোগ প্রমাণ না হওয়ায় অন্য আসামিদের মধ্যে ছয়জনকে খালাস ও একজন মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর