বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
দুদকের গণশুনানি

শিক্ষা অফিসারের বিরুদ্ধে অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের মুক্তাগাছায় দুর্নীতি দমন কমিশন-দুদক ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবির উদ্যোগে দুর্নীতি বিরোধী গণশুনানিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাদৎ হোসেনের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছেন জনগণ। গতকাল দুপুরে স্থানীয় পৌরসভা মাঠে সচেতন নাগরিক কমিটি-সনাক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি-দুপ্রকের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত গণশুনানির অভিযোগ পর্বে স্থানীয় জনগণ মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ তুলে ধরেন। বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অফিস সহকারী, দফতরি ও পিয়ন নিয়োগে লাখ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করেন। অভিযোগকারীরা বলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার কয়েকজন প্রধান শিক্ষক ও মাদ্রাসা সুপারের সমন্বয়ে সিন্ডিকেট গড়ে তুলে নিয়োগ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন।শিক্ষক প্রতিনিধিদের ভয়ভীতি দেখিয়ে তিনি তার অফিসে ডেকে এনে নিজস্ব লোকদিয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন করে দেন। অপর এক অভিযোগে বলা হয়, মাধ্যমিক শিক্ষা অফিসার তার নিজের অফিসের চতুর্থ শ্রেণির এক কর্মচারীর (যিনি একজন শহীদ মুক্তিযোদ্ধার ভাই) সার্ভিস বুক গোপন করে ফেলেন। এখন হারিয়ে গেছে বলে অর্থ নেওয়ার চেষ্টায় রয়েছেন। জেএসসি, জেডিসি পরীক্ষার সময় কয়েক হাজার শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ৫০ টাকা করে আদায় করে যা শিক্ষা অফিসার নেন বলে অভিযোগ করা হয়।

সর্বশেষ খবর