বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

প্রবেশপত্র মিলছে না কোচিং ফি ছাড়া

টাঙ্গাইল প্রতিনিধি

কোচিং ফির টাকা না দিলে মিলছে না এসএসসি পরীক্ষার প্রবেশপত্র। এমন অভিযোগ করেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চানতারা গণ উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা। সরেজমিনে ওই বিদ্যালয়ে গিয়ে জানা যায়, ফরম পূরণের পর পরীক্ষার্থীদের অনিচ্ছা সত্ত্ব্বেও কোচিংয়ের ব্যবস্থা করে স্কুল কর্তৃপক্ষ। স্কুল চলাকালীন সময় দিনে ৫-৬ বিষয়ে পড়ানোর কথা বলে মাসে ৫০০ টাকা কোচিং ফি ধরা হয়। কিন্তু কোচিংয়ে তেমন সাড়া না পেয়ে কোচিংয়ের শ্রেণি শিক্ষক পরীক্ষার্থীদের নাম হাজিরা খাতায় তুলে রাখে এবং মাস শেষে টাকার জন্য চাপ প্রয়োগ করতে থাকে।

সর্বশেষ খবর