বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

এক পলক

আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

ফুলবাড়ী উপজেলায় অগ্নিদগ্ধ হয়ে জামেনা বেওয়া (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল সকালে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার  মৃত্যু হয়। তিনি উপজেলার নাওডাঙ্গা  ইউনিয়নের বালাতাড়ি গ্রামের কপিজ উদ্দিনের স্ত্রী। —ফুলবাড়ী প্রতিনিধি

নওগাঁয় আঞ্চলিক ইজতেমা

নওগাঁয় তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। তবে বুধবার মাগরিবের পর থেকেই বয়ান শুরু হয়েছে। দ্বিতীয় বারের মতো শহরের বাইপাস সান্তাহার সংলগ্ন দোগাছী মাঠে জেলার ১১টি উপজেলাসহ আশপাশের জেলা থেকে লক্ষাধিক মুসল্লি সমবেত হয়েছেন। —নওগাঁ প্রতিনিধি

মাঘী বান্নী গঙ্গাস্নান

হিন্দু সম্প্রদায়ের মাঘী বান্নী গঙ্গাস্নান গতকাল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের এই দিনে শিবগঞ্জ পৌর এলাকার তর্তিপুরের পৌরাণিক জাহ্নুমুনির আশ্রমের কাছে এই স্নান অনুষ্ঠিত হয়। রাজশাহী অঞ্চলের  হিন্দু ধর্মাবলম্বীরা আগের দিন থেকেই গঙ্গাস্নানস্থলে আসতে শুরু করেন।

—চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে স্মার্ট কার্ড

গোপালগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণ গতকাল থেকে শুরু হয়েছে। বুধবার সকালে সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করেন জেলা নির্বাচন কর্মকর্তা মুন্সী ওয়াহিদুজ্জামান। —গোপালগঞ্জ প্রতিনিধি

সম্মেলন

নাগরিকের তথ্য সংরক্ষণ করে সরকারের সব সেবা নিশ্চিত করার লক্ষ্যে একটি পাইলট প্রকল্প গাজীপুরের কালীগঞ্জে বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের বাস্তব সফলতা পর্যবেক্ষণের লক্ষ্যে গতকাল কালীগঞ্জে সিআরভিএস বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে আমেরিকা, অস্ট্রেলিয়া, ভারতসহ ১২টি দেশের ২৭ জন প্রতিনিধি অংশগ্রহণ নেন। —গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর