বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ভিসির অপসারণ দাবিতে আইইউটিতে বিক্ষোভ ক্লাস বর্জন

গাজীপুর প্রতিনিধি

ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি)র অঙ্গপ্রতিষ্ঠান গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভিসির অপসারণ দাবিতে গতকাল দ্বিতীয় দিনে ক্লাস বর্জন ও ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর মুনাজ আহমেদ নুর যাতে ক্যাম্পাসে ঢুকতে না পারে এজন্য তারা প্রধান ফটক তালা বন্ধ করে রাখেন। এর আগে মঙ্গলবার আন্দোলনরতদের বাধার মুখে কাম্পাসে প্রবেশ করতে না পেরে ভিসি প্রায় ৫ ঘণ্টা গেটের বাইরে অপেক্ষার পর ঢাকায় ফিরে যান। আইইউটির ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মনির হোসেন ও তসলিম রেজা জানান, ভিসি পদে প্রফেসর ড. মুনাজ আহমেদ নুর যোগদানের পর থেকে নানা অনিয়ম করে আসছেন। ভিসি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও বহির্বিশ্বের কাছে এর সুনাম নষ্ট করতেই কিছু শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থী বিশেষ মহলের মদদে আমার বিরুদ্ধে এ সব ঘটাচ্ছে’।

সর্বশেষ খবর