সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ময়মনসিংহে যুবলীগের কমিটি নিয়ে সংঘর্ষ, ১৪৪ ধারা

শেরপুরে ছাত্রলীগের হরতাল আজ

ময়মনসিংহ ও শেরপুর প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যুবলীগের কমিটিকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে উপজেলা আওয়ামী মত্স্যজীবী লীগের সভাপতি তারিকুল ইসলাম বাবুল, সদর ইউনিয়ন আওয়ামী মত্স্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক তারা মিয়া, ছাত্রলীগ নেতা তুষার, পথচারী আকবর আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা প্রশাসন অনির্দিষ্টকালের জন্য গতকাল দুপুর থেকে পৌরশহরে ১৪৪ ধারা জারি করেছে। নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবদুস সালাম জানান, আবুল খায়েরকে সংবর্ধনা দেওয়ার জন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণে মঞ্চ তৈরি করা হয়। বেলা ১১টায় তাকে সংবর্ধনা দেওয়ার কথা ছিল। সাবেক উপজেলা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি ও তার লোকজন সকালে মঞ্চ ভাঙচুর করে তাদের লোকজনের ওপর হামলা চালায়। মতিউর রহমান মতির সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এদিকে শেরপুর জেলা ছাত্রলীগের কমিটি শনিবার ঘোষণা করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। এতে শুয়েব হাসান শাকিলকে সভাপতি ও মতিউর রহমান মতিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটি ঘোষণার প্রতিবাদে গতকাল পদবঞ্চিত একাংশ শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজসহ শহরে বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে তিনানি বাজারে প্রতিবাদ সভা করে। সভা থেকে সদ্য ঘোষিত জেলা ছাত্রলীগ কমিটিকে অবৈধ ঘোষণা করে এক তরফা কমিটির প্রতিবাদে আজ জেলার সর্বত্র সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।

সর্বশেষ খবর