সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
রুপা ধর্ষণ ও হত্যা মামলা

পাঁচ আসামির শনাক্তকরণ পরীক্ষা অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে কলেজছাত্রী জাকিয়া সুলতানা রুপা গণধর্ষণ ও হত্যা মামলার পাঁচ আসামির পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়েছে। রবিবার সকালে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক আবুল মনসুর মিয়া ৩৪২ ধারায় আসামিদের শনাক্তকরণ পরীক্ষা গ্রহণ করেন। পরে বিচারক ৩১ জানুয়ারি যুক্তিতর্কের জন্য দিন ধার্য করেন। আসামিরা হলেন ছোঁয়া পরিবহনের চালক হাবিবুর, সুপারভাইজার সফর আলী, হেলপার শামীম, আকরাম ও জাহাঙ্গীর। উল্লেখ্য, গত ২৫ আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে রুপাকে চলন্ত বাসে গণধর্ষণ করে পরিবহন শ্রমিকরা। বাসেই তাকে হত্যার পর মধুপুর উপজেলায় পঁচিশ মাইল এলাকায় বনের মরদেহ ফেলে রাখে।

সর্বশেষ খবর