সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ময়মনসিংহে ২০ হাজার শিক্ষার্থী বই পায়নি

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ শহরসহ সদর উপজেলার শতাধিক বেসরকারি বিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের প্রায় ২০ হাজার শিক্ষার্থী গতকাল পর্যন্ত ২০১৮ সালের পাঠ্যবই পায়নি। বইয়ের দাবিতে গতকাল মানববন্ধন করেছেন সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকরা। তারা বলেন, বছরের এক মাস চলে গেলেও আমরা বই পাচ্ছি না। এমপিওভুক্ত শিক্ষকদের ষড়যন্ত্রের কারণে ২০ হাজার শিক্ষার্থী বই বঞ্চিত রয়েছে। এ সব শিক্ষার্থীর ভবিষ্যৎশঙ্কার মধ্যে পড়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন, মাহবুবুল আলম, আনিসুজ্জামান, বরকত উল্লাহ প্রমুখ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক এএসএম আবদুল খালেক বলেন, ‘আমরা মাধ্যমিক বিদ্যালয়গুলোর চাহিদা অনুযায়ী শতভাগ বই সরবরাহ করেছি। পাঠদানের অনুমতি না থাকলে আমাদের কিছু করার নেই।’

 

সর্বশেষ খবর