শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

কুমার নদ দখল করে নতুন নতুন স্থাপনা

ভাঙ্গা প্রতিনিধি

ফরিদপুর জেলার অন্যতম নদ কুমার। এ জেলার যোগাযোগ, কৃষি, অর্থনীতিতে এ নদের রয়েছে অগ্রগণ্য ভূমিকা। দীর্ঘদিন ধরে চলছে এ দখল। ভাঙ্গা পৌর এলাকায় গত কয়েক বছরে যা ভয়াবহ আকার ধারণ করেছে। নদী দখল করে গড়ে উঠছে নতুন নতুন পাকা স্থাপনা। জানা যায়, কুমার নদ দখলের প্রক্রিয়া অনেকটা অভিনব। নদীপাড়ের বাড়িয়ালারা তিল তিল করে দখল করছে। তাছাড়া দখলের তালিকায় রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের কয়েক নেতা, ব্যবসায়ী, স্থানীয় প্রভাবশালীরাও। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবেই এভাবে দখল হচ্ছে নদ। সরকার কুমার নদ খননের উদ্যোগ নিলেও ভাঙ্গা পৌর এলাকার কিছু অংশে এখনও খনন হয়নি। সমপ্রতি ভাঙ্গা বাজার অংশে খেয়াঘাট সংলগ্ন পূর্বদিকে নদের বিশাল অংশ দখল হয়ে গেছে। নদীরপাড়ের একাধিক বাসিন্দা জানান, এ দখলের নেপথ্যে রয়েছেন বাজারের প্রভাবশালী এক ব্যবসায়ী। ভাঙ্গা সরকারি কেএম কলেজের শিক্ষক জাহিদ বিন মাকসুদ বলেন, ‘ভাঙ্গা পৌর এলাকার খেয়াঘাট এলাকায় এ বছর যেভাবে নদী দখল করা হয়েছে তাতে অভিযুক্তের বিচার হওয়া উচিত। আর কিছুদিন পর হয়তো বলতে হবে এখানে এক সময় নদী ছিল।’ নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা নদীরক্ষা কমিটির এক সদস্য জানান, দখল-দূষণে ভাঙ্গা পৌর এলাকায় কুমার নদের খুবই করুণ। ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী ফয়সাল বলেন, ‘খেয়াঘাট এলাকায় সমপ্রতি কুমার নদ দখলের বিষয়টি আমি অবগত নই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেব। নদ দখলদারদের তালিকা করার কাজ হাতে নিয়েছি। অচিরেই অবৈধ দখল উচ্ছেদ করব’।

সর্বশেষ খবর