শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
সড়কের পাশে বিদ্যালয়

সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে শিশুরা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ব্যস্ততম সড়ক সংলগ্ন ‘নিরান কুড়ি বায়ই ঝুকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ সীমানা প্রাচীর না থাকায় দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে কমলমতি শিক্ষার্থীরা। ইতিপূর্বে কয়েকজন শিক্ষার্থী সড়ক দুর্ঘটনার শিকারও হয়েছে বলে জানিয়েছেন শিক্ষকরা।

জানা যায়, বিদ্যালয়টি ব্যস্ততম সড়কের পাশে। ওই সড়ক দিয়ে কাজিহাল, আটপুকুরহাট, রুদ্রানী, দেশমা, জামগ্রামসহ বিভিন্ন এলাকার মানুষ চলাচল করে। প্রতিদিন এ সড়ক দিয়ে অসংখ্য মোটরসাইকেল, ট্রাক, ভটভটি ও ট্রলিসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। কিন্তু বিদ্যালয়টির কোনো সীমানা প্রাচীর না থাকায় কোমলমতি শিক্ষার্থীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হয়।

প্রধান শিক্ষক আব্দুল মোন্নাফ বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস বলেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান সীমানা প্রাচীর নির্মাণের বিষয়ে আশ্বাস দিয়েছেন।

সর্বশেষ খবর