শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

পঞ্চগড়ে সুপ্রিয় জুট ইন্ডাস্ট্রিজের উৎপাদন কার্যক্রম শুরু

পঞ্চগড় প্রতিনিধি

কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন ও স্থানীয় অর্থনীতিতে অবদান রাখার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু হলো সুপ্রিয় জুট ইন্ডাস্ট্রিজের। গতকাল পঞ্চগড় জেলার বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের ধকরাহাট এলাকায় প্রতিষ্ঠিত সুপ্রিয় জুট ইন্ডাস্ট্রিজের উদ্বোধন করা হয়। পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ সময় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান উপস্থিত ছিলেন। জুটমিলের চেয়ারম্যান আশরাফুল আলম পাটোয়ারীর সভাপতিত্বে আলেচানায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত, পৌরমেয়র তৌহিদুল ইসলাম এবং পঞ্চগড় চেম্বার অব কমার্সের সভাপতি আবদুল হান্নান শেখ।

সুপ্রিয় জুট মিলের কর্তৃপক্ষ জানায় মিলটি প্রতিদিন ২০ মেট্রিক টন সুতা, বস্তাসহ বিভিন্ন পাটজাত পণ্য উৎপাদন করবে। উৎপাদিত সুতা, বস্তা ও চট অটোমিল, কোল্ড স্টোরেজসহ স্থানীয় চাহিদা মিটিয়ে ভারত, চীন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়ায় রপ্তানি করা হবে। মহাব্যবস্থাপক মো. গোলাম রব্বানী জানান, প্রাথমিকভাবে পাট থেকে দৈনিক ২০ টন সুতা, বস্তা ও চট উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে এ জুট ইন্ডাস্ট্রিজটি স্থাপন করা হয়েছে।

সর্বশেষ খবর