সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত শুরু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলামের দুর্নীতি-অনিয়মের অভিযোগ তদন্ত শুরু হয়েছে। গতকাল সরেজমিনে তদন্ত করেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক প্রশিক্ষণ সাজ্জাদ হোসাইন। এ দিন বাগেরহাটের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির সম্মেলন কক্ষে প্রায় সাড়ে চার ঘণ্টা শিক্ষার্থী ও শিক্ষকদের কাছ থেকে লিখিত ও মৌখিক তথ্য উপাত্ত সংগ্রহ করেন। আজ তদন্ত টিমের কর্মকর্তা সরেজমিনে তদন্ত ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করবেন বলে জানিয়েছেন ওই প্রতিষ্ঠানের শিক্ষকরা। উল্লেখ্য, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলামের অনিয়ম ও দুর্নীতির ১৮টি অভিযোগ তুলে ধরে ১২ ফেব্রুয়ারি শিক্ষক-কর্মচারীরা মন্ত্রণালয়ে একটি অবহিতকরণ পত্র পাঠান। এর পরই তার অপসারণ দাবিতে আন্দোলন শুরু হয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর