বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮ ০০:০০ টা

জেলায় জেলায় ৭ মার্চ উদযাপন

প্রতিদিন ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যে স্থান পাওয়া উপলক্ষে বুধবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়েছে। প্রতিনিধিদের খবরে বিস্তারিত—

গাজীপুর : জেলা প্রশাসন মিলনায়তনে আলোচনা সভায় প্রাথমিক স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের উপর আলোচনা করে। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, কাজী মেজাম্মেল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। খুলনা : মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপির নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন নেতারা। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা হয়। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ মাইকে বাজানো হয়েছে। বরিশাল : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানিয়েছে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানান তালুকদার মো. ইউনুস এমপি এবং জেবুন্নেসা আফরোজ এমপি। এর পরপরই শ্রদ্ধা নিবেদন করেন অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল এবং অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীরসহ অন্যান্য নেতা। ইসলামি বিশ্ববিদ্যালয় : বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত র‌্যালি প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’র পাদদেশে সমাবেশে মিলিত হয়। প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেলিম তোহা প্রমুখ। কুমিল্লা :  জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। পরে সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য বলেন, ঐতিহাসিক এ ভাষণটি একটি মহাকাব্য। ২০-৩০ বছরের ইতিহাসকে বঙ্গবন্ধু ১৯ মিনিটের মধ্যে সীমাবদ্ধ করে একটি জাতিকে সুন্দর করে নির্দেশনা দিয়েছেন। ১৯ মিনিটের ভাষণ সম্পর্কে ১৯ দিন বলেও শেষ করা যাবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয় : আনন্দ র‌্যালি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। র‌্যালি শেষে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, বাঙালি জাতির ইতিহাসের কালজয়ী ভাষণ হচ্ছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ। এই ভাষণ ২৪ বছর পাকিস্তানী শোষণ-নিপীড়নে পিষ্ট জাতিকে তার ভাগ্য পরিবর্তনে অনুপ্রাণিত করে মুক্তিকামী বাঙালিতে রূপান্তরিত করে। গোপালগঞ্জ : গোপালগঞ্জে জেলা ছাত্রলীগের উদ্যোগে শোভাযাত্রা হয়েছে। সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাস্পাস থেকে শোভাযাত্রা বের করা হয়। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পৌরমেয়র লিয়াকত আলীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠেনের নেতা-কর্মীরা। এ সময় আবুল বাশার খায়ের, এমদাদুল হক বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, এম তৌফিক ইসলাম, দুলালী রানী মন্ডল, রেজাউল হক বিশ্বাস, মাহবুবুর রহমান শেখসহ দলীয় নেতাকর্মীরা উপাস্থিত ছিলেন। টাঙ্গাইল :  মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আলাউদ্দিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ ীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য ও পুষ্পস্তবক অর্পণ করে। নাটোর : জেলা আওয়ামী লীগ অফিসে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে এক মিনিট নিরবতা পালন ও মোনাজাত করা হয়। বের করা হয় র‌্যালি। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস এমপি, অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, উপজেলা চেয়াম্যান মো. শরিফুল ইসলাম রমজান প্রমুখ। মাগুরা : জেলা শহরের ভায়না মোড়ে সমাবেশে তানজেল হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পঙ্কজ কুন্ডু, আব্দুল ফাত্তাহ,  মুন্সি রেজাউল হক, রুস্তম আলী, মকবুল হোসেন মাকুল, সাজ্জাদুল ইসলাম বিপু, শেখ মেহেদী হাসান সালাউদ্দিন, ফজলুর রহমান, মীর মেহেদী হাসান রুবেল প্রমুখ। শেরপুর : জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমানের নেতৃত্বে শহরের চরকবাজরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে এবং জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান ও সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু’র নেতৃত্বে পৃথক আলোচনা সভা হয়। নীলফামারী : নীলফামারীতে শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে জেলা আওয়ামী লীগ। দলীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে পথসভায় মিলিত হয়। এ সময় মমতাজুল হকের সভাপতিত্বে বক্তৃতা করেন আহসান রহিম, আবুজার রহমান, মসফিকুল ইসলাম, রমেন্দ  নাথ বর্ধণ, সাহিদ মাহমুদ, মনিরুল হাসান, মাসুদ সরকার প্রমুখ।

সর্বশেষ খবর