বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮ ০০:০০ টা

রূপগঞ্জ থেকে ঢাকায় ৭ মার্চের জনসভায় ৪০ হাজার মানুষ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর জনসভায় রূপগঞ্জ থেকে যোগ দিয়েছেন ৪০ হাজার মানুষ। এরা সবাই স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থক। সকালে ৩টি রুট হয়ে পাঁচ শতাধিক বাস, দুই শতাধিক মিনিবাস, চার শতাধিক মাইক্রোবাস ও তিন শতাধিক মোটরসাইকেলে করে তারা ঢাকা অভিমুখে যাত্রা করেন। ঢাকা যাত্রায় নেতৃত্ব দেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ ও রংধনু গ্রুপের চেয়ারম্যান, বসুন্ধরা গ্রুপের পূর্বাচল (ল্যান্ড)-এর পরিচালক আওয়ামী লীগ নেতা আলহাজ রফিকুল ইসলাম রফিক এবং রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভুইয়া। ঢাকা অভিমুখে যাত্রার প্রাক্কালে আওয়ামী লীগ নেতা আলহাজ রফিকুল ইসলাম রফিক বলেন, উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আমাদের সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী যখনই কোনো জনসভা করবেন তখনই রূপগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে তা সফল করব। রাজধানী অভিযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল বাশার টুকু, রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হোসেন ভুইয়া রানু, দাউদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুল আজিজ, ছাত্রলীগ নেতা হাজী সফিকুল ইসলাম, ছাত্রলীগের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান সজীব, আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন মেম্বার, আওয়ামী লীগ নেতা হাজী তরিকুল ইসলাম মোগল, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মশিউর রহমান তারেক, তারাব পৌর যুবলীগ সভাপতি আবদুল আউয়াল, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি মনির হোসেন, এজিএস সোহেব আহমেদ সোহাগ, থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম চৌধুরী অপু, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হাজী ইয়ার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল আউয়াল, সাবেক কমিশনার আসাদুজ্জামান মোল্লা, আওয়ামী লীগ নেতা আবদুল জব্বার মেম্বার, ছাত্রলীগ নেতা আশিকুল ইসলাম খোকন, যুবলীগ নেতা মাসুম মিয়া, যুবলীগ নেতা নবী হোসেন, ছাত্রলীগ নেতা লুত্ফর রহমান মুন্না, কামাল হোসেন, মহিলা নেত্রী ইয়াসমিন, পারুল বেগম, স্বপ্না আক্তার, মায়া বেগম, ময়না আক্তার, মিনা আক্তার প্রমুখ।

সর্বশেষ খবর