শুক্রবার, ৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

নারী দিবসে জেলায় জেলায় নানা আয়োজন

প্রতিদিন ডেস্ক

আন্তর্জাতিক নারী দিবস ছিল গতকাল। দিবসটি উপলক্ষে জেলায় জেলায় নানা কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন। প্রতিপাদ্য ছিল ‘সময় এখন নারীর : উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবন ধারা’। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— বরিশাল : নগরীতে মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে নারী পুলিশ সদস্যদের উদ্যোগে বর্ণাঢ্য রালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে আলোচনা সভায় শাহনাজ পারভিনের সভাপততিত্বে প্রধান অতিথি ছিলেন এসএম রুহুল আমীন। এছাড়া কামরুল আমিন, গোলাম রইফ খান প্রমুখ বক্তৃতা করেন। ব্রাহ্মণবাড়িয়া : পুরাতন কাচারির সামনে থেকে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে ওস্তাদ আলাউদ্দিন খান পৌর মিলনায়তনে আলোচনা সভা হয়। নায়ার কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন আল মামুন সরকার, ইকবাল হোসেন। ঠাকুরগাঁও : সদর উপজেলার দেবীপুর ফেডারেশন চত্বর থেকে র‌্যালি বের হয়ে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়ক ঘুরে একই স্থানে আলোচনা সভা করা হয়। সহিম উদ্দিনের সভাপতিত্বে বক্তৃতা করেন মোয়াজ্জেম হোসেন, জিয়াউল ইসলাম, রবিঊল আলম প্রমুখ। নেত্রকোনা : শহীদ মিনার চত্বর থেকে বিভিন্ন নারী সংগঠনের অংশগ্রহণে র‌্যালি বের হয়ে শহর ঘুরে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। নেতৃত্ব দেন ডিসি ড. মুশফিকুর রহমান, বেগম রোকেয়া, ফেরদৌসী বেগম প্রমুখ। খুলনা : সকালে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুহাম্মদ মিজানুর রহমান এমপি। সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক আমিন উল আহসান। কিশোরগঞ্জ : শোভাযাত্রা শেষে বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডিসি সারওয়ার মুর্শেদ চৌধুরী। কামরুন্নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তরফদার মো. আক্তার জামীল, অধ্যাপক এমএ গণি ও খালেদা ফেন্সী। মানিকগঞ্জ : জেলা শহরে বের হওয়া শোভাযাত্রায় মহিলা সংস্থা, নারী সংগঠনসহ নানা শ্রেণি-পেশার নারীরা অংশ নেন। এছাড়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়মাঠে নারী উদ্যোক্তাদের মেলা বসে। লক্ষ্মীপুর : জেলা প্রশাসক কার‌্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সুলতানা জুবাইদা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডিসি অঞ্জন চন্দ্র পাল। বক্তৃতা করেন মঞ্জুর ইসলাম, ইকবাল হোসেন, ফরিদা ইয়াছমিন লিকা প্রমুখ। খাগড়াছড়ি : খাগড়াছড়ি পৌরসভা থেকে বের হওয়া র‌্যালিতে উপস্থিত ছিলেন, মেয়র রফিকুল আলম, এটিএম কাউসার আহম্মদ, আব্দুল আউয়াল, অনুজা খীসা প্রমুখ। বরগুনা : শিল্পকলা একাডেমীতে আলোচনা সভায় ডিসি মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি। বাগেরহাট : জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় ডিসি তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তৃতা করেন সংসদ সদস্য হেপী বড়াল, মামুন উল হাসান, শাহীন হোসেন, হাসনা হেনা। দিনাজপুর : বালুবাড়ী শহীদ মিনার মোড়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোর্শেদ আলী খান। সভাপতিত্ব করেন শামিম আরা বেগম। নাটোর : বড়াইগ্রামের বনপাড়ায় র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে বনপাড়া ক্যাথলিক গীর্জা প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. সিদ্দিকুর রহমান। এছাড়া জেলা শহরে পৃথক কর্মসূচি পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ডিসি শাহিনা খাতুন। কুড়িগ্রাম : জেলা প্রশাসক কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে প্রদক্ষিণ করে জেলা ক্রীড়া সংস্থা মাঠে শেষ হয়। পরে নারী উন্নয়ন মেলা উদ্বোধন করেন ডিসি সুলতানা পারভীন। শাহানা আক্তারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, রফিকুল ইসলাম সেলিম, আশরাফুল ইসলাম, আমিন আল পারভেজ প্রমুখ। ময়মনসিংহ :  জেলা প্রশাসক প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে শহর ঘুরে টাউন হল প্রাঙ্গণে শেষ হয়। সেখানে অ্যাড. আলোচনা সভায় বক্তৃতা করেন জিএম সালেহ উদ্দিন, ড. আক্কাছ উদ্দিন ভুইয়া, মোজাম্মেল হক প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। গোপালগঞ্জ : কাজী লিয়াকত আলীর নেতৃত্বে গোপালগঞ্জ পৌরসভা থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভায় গিয়ে শেষ হয়। জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় নারী উন্নয়ন মেলা। শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় ডিসি মোখলেসুর রহমান, সাইদুর রহমান খান, মাহাবুব আলী খান প্রমুখ অংশ নেন। মাদারীপুর : আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কণা। প্রধান অতিথি ছিলেন ডিসি ওয়াহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ সরোয়ার হোসেন, খালিদ হোসেন ইয়াদ, সাহানা নাসরীন রুবি।

সর্বশেষ খবর